শেখ নাইম ইসলাম, নিজেস্ব প্রতিনিধি
বাগেরহাটের মোংলা বন্দর জেটিতে রাখা শতাধিক আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউজ। বন্দর দিয়ে আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস করেননি আমদানিকারকরা।
এদিকে গত রবিবার (৩ জুন) বিকেলে মোংলা কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্য মালামালের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।নিলামে তোলা গাড়ির মধ্যে রয়েছেঃ- টয়োটা, করোলা, নিশান, লেক্সাস, হাইছি ও নোয়াসহ বিভিন্ন ব্রান্ডের ১০৭ টি গাড়ি।অনলাইনে দেয়া ক্যাটালগ অনুযায়ী, গাড়ির পাশাপাশি কয়েকটি গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য পণ্যও নিলামে তোলা হচ্ছে।
বুধবার (৫ জুন)সকাল সাড়ে ৯’টা থেকে ৬ জুন সন্ধ্যা ৬’টা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের ই-অকশন ওয়েবসাইটে যেকোনো ব্যক্তি নিবন্ধন করে বিড করতে পারবেন।অনলাইনের পাশাপাশি সিল্ড টেন্ডারেও নিলামে অংশগ্রহণ করা যাবে। এর জন্য ৬ জুন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে রক্ষিত বাক্সে দরপত্র জমা দিতে হবে।
এ বিষয়ে মোংলা কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, আগামী ১০ জুন নিলামে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।