ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের উদ্যোগে ২ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

50
admin
জুন ১০, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মো: খোরশেদ আলম, ব্যুরো প্রধান ময়মনসিংহ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্প ২০১৭ সাল থেকে কৃষক দল নিয়ে কাজ করে আসছে। কৃষক দলগুলোকে টেকসই দল হিসেবে গঠনের উদ্দেশ্যে এদেরকে সঞ্চয়ের আওতায় আনা হয়।

তারই ধারাবাহিকতায় লক্ষীরচর ইউনিয়নে ১ ব্যাচে ২৫ জন ও রানাগাছা ইউনিয়নে ২ টি ব্যাচে ৫০ জনসহ ৩টি ব্যাচে মোট ৭৫ জনকে ২ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত প্রশিক্ষণগুলো পরিচালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস।

প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনা, তার প্রয়োজনীয়তা ও ব্যবস্থাপনা উপাদানসমূহ, সঞ্চয় , সঞ্চয়ের গুরূত্ব, সঞ্চয় করার উপায় ও এর বাধাসমূহ, তহবিল, বাজেট, হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সদস্যদের পাশ বই, আদায় সীট ও সঞ্চয় রেজিষ্টার, জমা-খরচ বই (ক্যাশ বই), সাধারণ খতিয়ান (লেজার বই), ব্যাংক পাশ বই, ব্যাংক বিবরণী পত্র, স্টক বই (প্রযোজ্য ক্ষেত্রে) ও রেজুলেশন খাতা লেখা হাতে কলমে শিখানো হয়।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আ: জলিল ও প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ জনাব পরিমল সরকার। প্রশিক্ষণ শেষে স্বপ্না বেগম বলেন, ”এই ট্রেনিং আমার জীবনের প্রতিটি ধাপে কাজে লাগবে এবং আমি আমার দলকে সুন্দর ভাবে পরিচালিত করতে পারব। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।