এনামুল খন্দকার, স্টাফ রিপোর্টার
শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ।
আজ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ খুরশিদ আলম মিঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা(সচিব) শেখ হাবিবুর রহমান।
এবারের বাজেটে নতুন কর আরোপ ছাড়াই আয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৫৬ হাজার ১শত ৮টাকা। বাজেটে রাজস্ব খাতে উদ্বৃত্ত ২ লক্ষ ১৫ হাজার ২শত টাকাসহ ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৫৬ হাজার ১শত ৮টাকা। উল্লেখ্য গত ৩০মে ২০২৪ ইং তারিখে অফিসিয়াল ভাবে নীতিনির্ধারণী বৈঠকের মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হলেও আজ আনুষ্ঠানিক ভাবে সাধারণ মানুষের উপস্থিতিতে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
বাজেট সভায় উপস্থিত ছিলেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নুরুল ইসলাম,বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মমতাজ খাতুন, মহারাজপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা (নায়েব)ফকরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার নুরুন্নাহার বেগম, শেফালী খাতুন, অনিতা বিশ্বাস,আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার শামীম ইকবাল, ২ং ওয়ার্ডের মেম্বার সোহেল রানা,৩ ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান, ৪ং ওয়ার্ডের মেম্বার আশরাফ হোসেন, ৫নং ওয়ার্ডের মেম্বার লিটন মোল্লা, ৬নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার আহাম্মদ আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন ও ৯নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম।
এছাড়াও এলাকার রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা, দফাদার ও গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।চেয়ারম্যান জনাব মোঃ খুরশিদ আলম মিঞা বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা রক্ষা করতে যথাসম্ভব চেষ্টা করবো ।
মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে, তবেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। তৃণমূল পর্যায়ের উন্নয়ন করতে হলে অবশ্যই ইউনিয়ন পরিষদের দিকে সরকারের বিশেষ ভাবে নজর দিতে হবে তাহলেই একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।