ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রথম বারের মতো ধনবাড়ী উপজেলা পরিষদের হল রুমে মাসিক সভায় উপস্থিত থেকে উপজেলা পরিষদের সকলের সাথে পরিচিত হন ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানবাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ,নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আবু তালেব মুকুল,নব নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান কল্পনা আক্তার, ভূমি সহকারী কমিশনার ফারাহ ফাতেহা তাকলিমা, ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের প্রধান, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান সোহান , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ রানা রনি,ধর্ম বিষয়ক সম্পাদক রনি, সদস্য ফিরোজ আহমেদ , তাছলিমা খাতুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক বৃন্দ ।
নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ উনার শুভেচ্ছা বক্তব্যে বলেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধনবাড়ী উপজেলার মানুষ আমাকে নির্বাচিত করে এই ধনবাড়ী উপজেলা পরিষদে পাঠিয়েছেন । তাই আমি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর মডেল উপজেলা হিসেবে ধনবাড়ীকে সারা দেশের মাঝে পরিচিত করতে কাজ করে যাবো । তিনি ধনবাড়ীকে মাদক মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান । ধনবাড়ীর বাসস্ট্যান্ড এবং কেন্দুয়া রোডের যানজট নিরসনে জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বলেন ধনবাড়ীর সকল সমস্যার সমাধান করা হবে সবাইকে সাথে নিয়ে । নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আবু তালেব মুকুল তার বক্তব্যে স্মার্ট ধনবাড়ী উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন । মহিলা ভাইস-চেয়ারম্যান কল্পনা আক্তার তার শুভেচ্ছা বক্তব্যে সকলের দোয়া চান যেন সুষ্ঠভাবে তার দায়িত্ব পালন করতে পারেন । এর আগে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান দের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ।
পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল উনার বক্তব্যে ধনবাড়ীর যানজট নিরসনে এবং মাদক নির্মূলে বিভিন্ন সমস্যার কথা এবং এই সমস্যা থেকে উত্তরণের বিভিন্ন দিক তুলে ধরেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উনাদের বক্তব্যে নব নির্বাচিত ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানদের সহযোগিতা আদান-প্রদান এর কথা উল্লেখ করেন। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান উনার সমাপনী বক্তব্যে ধনবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা এবং এর আশু সমাধানে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।
তিনি কোরবানির গরুর হাটে গরুর কোন রোগ বা সমস্যা থাকলে তা পরীক্ষা করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা দেন। ধনবাড়ী হাইওয়ের দুই পাশে নির্মাণাধীন ড্রেনের কাজের জন্য জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নিতে বলেন সংশ্লিষ্ট অফিসারকে। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং উপস্থিত সবাইকে উপজেলার মাসিক সভা সফল করার জন্য ধন্যবাদ জানান।