মোঃরউফ কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন থেকে ৩ মন ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। গত সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের শাকবাড়ীয়া টহল ফাঁড়ির আওতাধীন চালকি নদীর দুই সতিনির খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনা স্থল থেকে ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। বন বিভাগ জানায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল ও শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ৩ মন ১০ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তবে এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতি বিনষ্ট করা হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।