রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
পবিত্র ঈদুল আজহা বাকি মাত্র চারদিন।কিন্তুু রংপুরে বদরগঞ্জে কোরবানির পশুর হাট বাজার বেচাকেনা জমে ওঠেনি।গরু ছাগলের বিক্রি হচ্ছেও কম। এবার গত বছরের তুলনায় গরু ছাগলের দাম একটু কম।তবে হাটবাজারে ঈজারাদার ও খামার মালিকেরা পশু বিক্রেতারা আশা করছেন দুই একদিন মধ্যে বিক্রি বাড়বে।
উপজেলা কালুপাড়া ইউনিয়নের শংকরপুর চেমটাপাড়া গ্রামের খামার মালিক সাইদুর রহমান বলেন, এবার ঈদত বাজারে ক্রেতা কম।গরু বিক্রির প্রভাব কম। মুশকিলের মধ্যে রয়েছি ভাই।গরুগুলো বিক্রি করতে না পারলে সমস্যা পড়ে যাবো।কারন গো খাদ্য দাম বেশি।
আরেক খামারি বলেন,বাজারে জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বাড়ছে মানুষ চিন্তায় পড়ে গেছে কোরবানি নিয়ে।
কি করবে আর না করবে এই চিন্তায়।এছাড়াও পশুর খাদ্য দামও বাড়ছে।গরুগুলো বিক্রি করে ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে।
বদরগঞ্জ পৌরশহরে শাহাপুর এলাকার বাসিন্দা হায়দার আলী বলেন, তার খামারে গরু রয়েছে ১৫টি।কিন্তু খরচের তুলনায় এবার পশুর দাম কম হয় গরুগুলো ঈদের পর বিক্রি করতে হবে।
পৌরশহরে বালুয়াভাটা গ্রামে, নিয়োগ আলী বলেন,ভাই পেশায় আমি একজন খুদে ব্যবসায়ী। তিনি বলেন ব্যবসায় মন্দা ভাব।তাই কোরবানির গরু এখনো কিনতে পারিনি টাকার অভাবে।খুব মুশকিল মধ্যে রয়েছি।
বদরগঞ্জে প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, কোরবানির পশু আগাম কিনে রাখার বাড়তি ঝামেলা অনেকে নিতে চান না। আবার কিনে রাখলে খাদ্য খাওয়াতে খরচ বেড়ে যায়।একারণে অনেকে শেষ পর্যায়ে কোরবানির পশুর কিনে থাকেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।