মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
“উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ”
যুব প্রশিক্ষণ কেন্দ্র, জামালপুর-এ অদ্য ১২ জুন, ২০২৪ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন “পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য়” শীর্ষক প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের ক্ষুদ্র উদ্যোক্তা পরিণত করার লক্ষ্যে ০৯ (নয়) দিনব্যাপী “হাঁস-মুরগী পালন” বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লুতফর রহমান, উপপরিচালক, বিআরডিবি, জামালপুর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান, সুযোগ্য ডেপুটি কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জামালপুর, মোঃ সাইফুল ইসলাম খান, উপপরিচালক (ভারপ্রাপ্ত), যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের সামগ্রিক দিক এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা সফল উদ্যোক্তায় পরিণত হবেন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এ আশা ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।