ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

50
admin
জুন ১৩, ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মো:বিপ্লব তালুকদার (নাটোর) প্রতিনিধি :

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় দুইদিন ব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াছিন উর রহমান। আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারী, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুকুল, বাসুদেবপুর ডাঃ নাসির উদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, সরকুতিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাস মৈত্র, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ ওসমান গণি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খাদিজা বেগম, নিলুফা বেগম, মজিবর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এরআগে বুধবার নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আটটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ শিক্ষার্থীকে তিনটি রাউন্ডে বির্তক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ ও শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত করা হয়। এছাড়া আটটি স্কুলের ১৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।