মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ জাল জব্দের পর দোকান মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার( ১২ জুন) সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার এর নেতৃত্বে কামিনীগন্জ বাজারে জালের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মুহিত ও ফারুকের দোকান থেকে অবৈধ প্রায় ২.২০ লক্ষ মিটার কারেন্ট জাল,৪৪ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে মুহিত খানকে দশ হাজার টাকা, ওমর ফারুক কে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জুড়ী থানার একদল পুলিশের সহযোগিতায় এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ সিরাজী ,জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জুড়ী নদীর পাশে পোড়ানো হয়।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।