শেখ নাইম ইসলাম নিজেস্ব প্রতিনিধি
সংঘাত চাই ঐক্যের বাংলাদেশ চাই, এই স্লোগান কে সামনে রেখে মোংলায় ইয়ুথ এ্যাম্বাসেডর এর উদ্দ্যগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়ছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায়,নাসির মোসাল্লী কে সভাপতি করে মোংলা ভ্যান – শ্রমিক ইউনিয়ন অফিসে অনুষ্ঠান টি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্তিত ছিলেন বিভাগীয় দী হাঙ্গার প্রজেক্টের ওডিটর কমলেস সাহা,মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসিন আরাফার,মোংলা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মোংলা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম,পৌর ছাত্রদলের যুগ্ম- সাধারণত সম্পাদক সাগর,সহ ছাত্র ইউনিয়নের ভিবিন্ন নেতাকর্মীরা । অনুষ্ঠানে বক্তৃতা বলেন এখনি সময় আমাদের সকল কে সচেতন হওয়ার, নয়তো দেশ ও জাতীর জন্য পরবর্তী সময় বয়ে আসবে ভয়াবহ দূর্ভোগ।
বক্তৃতা সম্পর্তী মোংলা উপজেলা নির্বাচন কে সামনে এনে বলেন নির্বাচনের পরবর্তী সময় মোংলায় এক শ্রেণির লোকরা বিবেদে জডিয়ে পডে, একই সময় মোংলায় সংঘাত ছডিয়ে পডে, এমন সংঘাত যেন আর মোংলায় না হয় সে জন্যই এমন আয়োজন।
অনুষ্ঠানে বক্তৃতা দী হাঙ্গার প্রজেক্টের এমন কাজ কে সাধুবাধ জানায়, একই মঞ্চে সব রাজনৈতিক দলের নেতাদের একাত্রিত করায় বক্তৃতা আসা করেন, আগামি দিনে সব দলই সহিংসতা মুক্ত রাজনীতি করবেব। ছাত্রলীগ, ছাত্রদল,ছাত্র ইউনিয়ানের নেতাকর্মীরা সংঘাত নয় ঐক্যর বাংলাদেশ চাই এই স্লোগান সামনে রেখে রাজনৈতি করার আসা ব্যাক্ত করেন।