ঢাকাশুক্রবার , ১৪ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীয় লাহিড়ী বাজারে অতিরিক্ত টোল আদায়ে ১জনকে বিনাশ্রম কারাদণ্ড ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা

50
admin
জুন ১৪, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় মো.সারোয়ার হোসেন (৩৮) নামের ১ জনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড, ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫‌ টার দিকে লাহিড়ী পশুর হাটে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এ জরিমানা করেন। সেখানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে তিনি ভ্রামম্যাণ আদালত পরিচালনা করে টোল আদায়কারী ঐ ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন।

মো. সারোয়ার হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং- চারোল ইউনিয়নের মধ্য চারোল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওছার জানান, পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।