মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
রক্ত হলো আল্লাহ দান, রকভোলায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা করছে সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ।
শুক্রবার (১৪ জুন) সকাল ১০টা ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ভোলা মানব কল্যাণ যুব সংঘ ব্যানারে এই সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি শিক্ষক, জনপ্রতিনিধি ইয়ারুল আলম হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইয়ামিন হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোন্তাসির আলম রবিন চৌধুরী, মীর রনি, লুকু চৌধুরী, জাকির হোসেন মনির, সাংবাদিক এইচ আর সুমন, মোঃ সোহেল রানাসহ মানব কল্যাণ যুব সংঘের সদস্যরা।
১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।