ঢাকামঙ্গলবার , ১৮ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

যানজটের নগরী এখন ফাঁকা

50
admin
জুন ১৮, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। কেউ গেছেন গ্রামের বাড়িতে, আবার কেউ পরিবার নিয়ে বেড়াতে গেছেন কোনো পর্যটন স্থানে। ফলে রাজধানীতে মানুষের চাপ নেই বললেই চলে।

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, গাবতলী, শনির আখড়া, রামপুরা ও পল্টন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি কম। তবে কিছু ব্যক্তিগত যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করছে।

রাস্তায় বের হওয়া মানুষজন জানান, ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় এক ঘণ্টার রাস্তা ১০-১৫ মিনিটে যাওয়া যাচ্ছে।

ঈদের পরদিন প্রায় ফাঁকা রাজধানীর সড়কে আছে কিছু যানবাহন কারওয়ান বাজার থেকে তোলা

রাজধানীর গাবতলী থেকে থেকে বাসে উঠে ২০ মিনিটে কারওয়ান বাজার এলাকায় পৌঁছেছেন রনি খাঁ। তিনি বলেন, অন্যদিনগুলোতে ঢাকা ব্যস্ত থাকে এজন্য ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছি। কারণ, অনেকে গ্রামে ঈদ করতে গেছেন। রাজধানীতে মানুষের চাপ নেই।

এদিকে ফাঁকা ঢাকায় অনেকে রিকশায় ঘুরতে বের হয়েছেন। রাজধানীর শনির আখড়া এলাকা থেকে রিকশায় করে ঘুরতে বের হওয়া যাত্রী কাহহার সামি বলেন, এবার ঈদে গ্রামে যাইনি। ঢাকার ফাঁকা রাস্তায় ঘুরতে ভালো লাগছে। তাই পরিবার নিয়ে বের হয়েছি।

উত্তরা থেকে ছেড়ে আসা একটি বাসের চালক শিমুল বলেন, এখন রাস্তায় গাড়ি কম, যাত্রীও তেমন নেই। তারপরও কিছু যাত্রী পাওয়া যাচ্ছে, সেজন্য গাড়ি নিয়ে বের হয়েছি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।