ঢাকাবুধবার , ১৯ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার দেখে এলাকাবাসী আতঙ্কে

50
admin
জুন ১৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার। এই সাপে কামড় দেওয়ার ২ ঘণ্টার মধ্যে এন্টিভেনম ভ্যাকসিন দ্রুত  দিতে হবে। না হলে ওই সাপে কাটা রোগীর নিশ্চিত তার মৃত্যু হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ এলাকার জিক্কার মোড়  আড়িয়াল খাঁ নদীর পাড়ে দেখা মিল রাসেল ভাইপার নামের বিষধর সাপের নদী পাড় দেখা মিলেছে। বুধবার বিকেল বেলা স্থানীয়রা ঘুরতে গেলে সাপটি দেখে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দিলে তা সোশ্যাল মিডিয়া সাপটি ভাইরাল হয়েছে।

এবং আড়িয়াল খাঁ নদীর পাড়ের কয়েকটি গ্রামের মানুষের মাঝে নতুন করে রাসেল ভাইপার সাপের আতঙ্কে দেখা দিয়েছে।মঙ্গলবার রাত ৮টায় দিকে ভাঙ্গার সীমান্তবর্তী এলাকার আড়িয়াল খাঁ রেললাইনের রাস্তায় পাশ থেকে রাসেল ভাইপার নামের আরেকটি সাপ মেরে ফেলেছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, এর আগে ফরিদপুরের চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে বিষধর রাসেল ভাইপার সাপ। নতুন করে রাসেল ভাইপার সাপটি ভাঙ্গায়ও দেখা মিলল। মানুষ দেখলে অন্য সাপেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার সাপটি মানুষ দেখলে তার দিকে তেড়ে এসে কামড় দেওয়ার চেষ্টা করে। মাঝ মাঝে সাপটি  শব্দ করে ডাক দেয়। এই সাপের কামড়ে অনেকে মারা গেছেন বলে শোনা গেছে।

এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ পাল জানান, রাসেল ভাইপার নামের সাপটি যদি মানুষকে কামড় দেয় তাহলে বেশিরভাগ রোগী মারা যায়। এই সাপের বিষ খুবই বিষাক্ত এবং মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে সব অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো করে ফেলে; রক্ত জমাট বেঁধে যায়।

রাসেল ভাইপারে কামড় দিলে তাকে ভ্যাকসিন দেওয়ার পরও রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি ভাগ ঝুঁকি থাকে। এই সাপে কামড় দিলে ২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে।

ভ্যাকসিন দিতে না পারলে তার মৃত্যু ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসক।এবং  ভাঙ্গা হাসপাতালে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন রয়েছে। যদি কোনো ব্যক্তিকে সাপে কামড় দেয় তাহলে সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাসপাতালে  নিয়ে আসতে হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।