মেহেদী হাসান সুমন রংপুর জেলা প্রতিনিধি :
হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জিরো সেভেন ফাউন্ডেশনের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়
রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ পৌরসভার হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৭ সালের বন্ধুদের নিয়ে একটি সামাজিক ও সেবা মূলক সংগঠনের উদ্যোগ নেয় একসময়ের ২০০৭ সালের এসএসসি ও স্কুল পড়ুয়া বন্ধুরা সংগঠনটি ২৩শে জুলাই ২০২৩ সালে গঠন করা হয় সে সময় সংগঠনটির নামকরণ করেন জিরো সেভেন ফাউন্ডেশন ও সিলেকশনে সভাপতি নির্বাচন করেন।
জিরো সেভেন ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন , মোস্তফা কামাল রাসেল ও সদস্য সচিব সেলিম আহাম্মেদ, পূর্বের কমিটি ও উপদেষ্টা মিলে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং চার সদস্যবিষ্ট নির্বাচন কমিশন ও নির্বাচন পরিচালনা করার জন্য,জিরো ফাউন্ডেশনের উপদেষ্টা আশিকুর রহমান জুন্নুরকে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় ও সহকারি হিসাবে থাকেন, জিরো সেভেন ফাউন্ডেশনের সাবেক, সভাপতি মোস্তফা কামাল রাসেল, সাবেক সদস্য সচিব , সেলিম আহমেদ, ফিরোজ কবির রতন।
১৮ জুন ২০২৪ হারাগাছ স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় জিরো সেভেন ফাউন্ডেশনের অফিস কক্ষে বিকাল ৩ থেকে ভোট দেওয়া শুরু হলে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি উৎসবমুখর ছয়টার দিকে ভোট দেওয়া বন্ধ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন বলেন, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের নিয়ে নির্বাচন এবার শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে রয়েছে। এখানকার ছয়টি প্রার্থীর মধ্যে ছয় জনই আমাদের সকলের বন্ধু এর মধ্যে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে দুজন , সাংগঠনিক সম্পাদক পদে দুজন, মোট ভোট সংখ্যা ৪৭ টি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন আরিফুল ইসলাম জিতু ২৯ ভোট স্কুল ব্যাগ মার্কা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কানন ২৫ ভোট ছাতা মার্কা নিয়ে জয় লাভ করেন। সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন কাজল ২৭ ভোট মাছ মার্কা নিয়ে জয়লাভ করেন। প্রার্থীদের প্রভাব বিস্তারের কোন অভিযোগ নেই। তবে প্রার্থীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে।