মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- রেলওয়ে জংশন/ বামনকান্দা রেলজংশনের মালীগ্রামের এলাকার বিষাক্ত ধর রাসেলস ভাইপার সাপ দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে নিরাপত্তা প্রহরী সুজন সরকার এই প্রথমে সাপটি রেল লাইনের রাস্তা পারাপার হয়ে সময় জঙ্গলের মধ্যে চলে যেতে দেখেন।
তিনি বলেন, আমি যে সাপটি দেখেছি এটি রাসেল ভাইপার। এ ধরনের সাপ এলাকায় এর আগে কখনও দেখা যায়নি। অজগর সাপের মতো ছোপ ছোপ ডোরা।সাপটি দ্রুতগতিতে সাপটি জঙ্গলে চলে যায় বলে তিনি জানান।পরে স্থানীয় লোকজন এসে ভীড় করেন জায়গাটিতে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মনে মধ্যে ভিতরে আতংকের রয়েছে।
আড়িয়াল খাঁ নদী থেকে রাসেলস ভাইপার তিনটি সাপ নদী পাড় থেকে মেরেছেন স্থানীয় মাছ ধরা জেলেরা। এর আগেও ভাঙ্গা উপজেলার সীমানা সংলগ্নর জিক্কার মোড় রাসেলস ভাইপার সাপ দেখা মিললে এখন সেই স্থান মোগস্থানীয়রা ঝোপঝাড় কাটতে শুরু করেছে।