এনামুল কবির, স্টাফ রিপোর্টার:-
বরিশালের বানারীপাড়ায় ‘বিডি ক্লিন বানারীপাড়া’ সদস্যদের উদ্যোগে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউট পাইলট প্রাঙ্গনে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন শুক্রবার, বিকেল ৪ টায় বানারীপাড়া প্রাণকেন্দ্র এ গুরুত্বপূর্ণ মাঠের পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে বিডি ক্লিন বানারীপাড়ার কার্যক্রম শুরু হয়। বিডি ক্লিন বানারীপাড়ার উপজেলা সমন্বয়ক হাসান আহমেদ সোহাগ বলেন “আমাদের ঘরবাড়ি যেমন পরিস্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনই আমাদের এলাকাও আমাদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের এলাকাকে আপন ভেবেই কাজ করতে হবে, স্থানীয় প্রশাসনের সীমিত জনবল দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়, তাই আমরা যুবসমাজ এগিয়ে এসেছি।” বিভিন্ন সমাবেশ, প্রদর্শনী, মেলা, খেলাধুলা কিংবা জানাজা সব প্রয়োজনেই আমরা ব্যবহার করি বানারীপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাইস্কুল মাঠ।
সবার প্রয়োজন শেষে যে যার মতো বাড়ি ফিরে যাই, প্রতিটি প্রোগ্রামের পরে মাঠে পড়ে থাকে অসংখ্য পানির বোতল, পলিথিন প্যাকেট, সিগারেটের প্যাকেট, কাগজের ঠোংগাসহ অসংখ্য ময়লা আবর্জনায় ভরপুর থাকে সবুজ এই মাঠ। দেখে খুবই খারাপ লাগে, ব্যাথিত হই মাঠের এমন পরিনতি দেখে। তাই আমরা ‘বিডি ক্লিন বানারীপাড়া’ টিম উদ্যোগ নিয়েছি এই পরিচ্ছন্ন কার্যক্রমের।
তিনি আরো বলেন, আমার এলাকা আমি পরিচ্ছন্ন রাখবো, এই প্রজন্মের হাত ধরেই পরিচ্ছন্ন হবে বাংলাদেশ। এই প্রজন্মকে পরিচ্ছন্ন বাংলদেশ গড়ার যোদ্ধা হিসেবে গড়ে তুলতে পারলে, আগামি প্রজন্মকে উপহার দিতে পারবো এক পরিচ্ছন্ন বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ‘বিডি ক্লিন বানারীপাড়া’ টিমের উদ্যোগে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় ‘বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউট’ পাইলট বিদ্যালয়ে। প্রতিটি ছাত্রছাত্রীর মাঝে পরিচ্ছন্নতার এই বার্তা ছড়িয়ে দিয়ে তাদেরকে পরিচ্ছন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। সবাইকে সাথে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবো একদিন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।