এম,সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টর:
“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এই স্লোগানকে সামনে রেখে অর্থনৈতিক শুমারি-২০২৪ তালিকাকারীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
অর্থনৈতিক শুমারী তথ্য সংগ্রহ কারি বাছাইকৃত ১৩৬ জন তালিকাকারীদের নিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নের তালিকাকৃতদের চার জোনে চারস্থানে বিভক্ত করে চারজন জোনাল অফিসারের সমন্বয় করে এ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুম, বিরপাশা সরকারি প্রাথমিক বিদ্যায়ল, নুরাইনপুর অগ্রণ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়, নুরানপুর কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান। আজ (২৮ জুন) শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হল রুমে অর্থনৈতিক শুমারি ২০২৪ তালিকাকারীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিসংখ্যান (ভারপ্রাপ্ত) কর্মকর্তা,শুমারি সমন্বয়কারী ও প্রশিক্ষক মোঃ সবুজ,উপজেলা পরিসংখ্যানবিদ ও প্রশিক্ষক মোঃ সোহেল রানা, বি আর ডিবি কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমূখ।