মোঃ বজলুর রহমান স্টাফ রিপোর্টার
ইউসেফ বাংলাদেশের উদ্যোগে সাভারের ম্যাপস আইসিটি এন্ড আইটি কেয়ার এর মাধ্যমে ৩মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় ।
ইউসেফ বাংলাদেশ ম্যাপস আইসিটি এন্ড আইটি কেয়ার এর মাধ্যমে গত২৮শে জুন২০২৪ইং দুপুর ২:০০সময় সাভার থানা রোডে সূচনা পার্টি প্যালেস ভবনের অনুষ্ঠানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে সনদ বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে ।
এদিনের সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডাঃ আব্দুল করিম স্যারের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯-আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান । উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি শাহজালাল ।
অনুষ্ঠানের বক্তব্যে ম্যাপস আইসিটি এন্ড আইটি কেয়ারের পরিচালক শাহ আলম শাওন বলেন, ” এখান থেকে প্রশিক্ষণ ও সনদ নিয়ে কেউ বেকার থাকে না । এ সনদ একজন কর্মীকে আরো আত্মবিশ্বাসী করে তোলে । সনদধারীরা এই সনদ ব্যবহার করে দেশ ও দেশের বাইরে খুব সহজেই ভালো চাকরি করতে পারে । তাছাড়া এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ উদ্যোগে উদ্যোক্তা বা ব্যবসা করতে পারবে।
ম্যাপস আইসিটি এন্ড আইটি কেয়ারের মূল লক্ষ্য হলো দক্ষ জনবল তৈরি সহ নিজেকে মানব সম্পদে রূপান্তরিত করা ।
স্বল্প শিক্ষিত ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও সনদ অর্জনের সুযোগ করে দিয়েছে ইউসেফ বাংলাদেশ ।
তথ্য নিয়ে জানা যায়, ইউসেফ বাংলাদেশ ১৯৭২ইং সাল থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীদের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এর মাধ্যমে দেশ ও বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।