মোঃ শফিয়ার রহমান, স্টাফ রিপোর্টার:
যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিদিনের কথা পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মিথুন।
এ সময় বক্তব্য রাখেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানছুর জাহিদ। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর গন্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বোপরি বক্তারা দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার উত্তর উত্তর সফলতা কামনা করেন।