মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইকের যাত্রী নার্গিস বেগম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী। সে পল্লী সঞ্চয় ব্যাংক ভাঙ্গা শাখায় কর্মরত ছিল।
রবিবার( ২৮ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, সকাল ১১ টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাস স্টান্ডে নড়াইল থেকে ঢাকা গামী রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার পুখুরিয়া বাস স্ট্যান্ড থেকে ভাঙ্গাগামী একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।