ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় রাতের অন্ধকারে কুপিয়ে জখম,,আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

50
সিরাজগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের নয়ানগাঁতী গ্রামে প্রকাশ্যে মো.বকুলকে গত ১ জানুয়ারি গভীর রাতে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখমকারী অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোপ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ১ ঘন্টা ব্যাপী উল্লাপাড়া রেলস্টেশন রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন আহতের আত্মীয়স্বজন ও নয়ানগাঁতী গ্রামবাসী।

আহত মোঃবকুল হোসেনের ছোট ভাই ফারুক হোসেন ও নয়ানগাঁতী গ্রামের মান্নান মেলেটারি,নজরুল মাষ্টার মানববন্ধনে সাংবাদিকদের বলেন, হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের করা হয়। এর মধ্যে আশরাফ,রনু,মিলন বর্তমানে জেল হাজতে রয়েছে। বাকি একজন রুবেল পলাতক রয়েছে।

এছাড়াও এই মামলা আরো অজ্ঞাত আসামী রয়েছে কয়েক জন। এ সময় বক্তারা এই ন্যাক্কার ঘটনায় জড়িত বাকী আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান। সেই সঙ্গে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আহত মোঃ বকুলের ছেলে মোঃ মিনহাজুল আবেদীন বান্না (১০) তার বাবাকে কুপিয়ে আহত করার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাঁন্নায় ভেঙ্গে পরেন। তার বাবার সাথে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। এবং এই ঘটনার সাথে জড়িত সকল আসামীদের ফাসীর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষগুলো এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বলেন, বকুলকে যারা নির্নম ভাবে কুপিয়ে গুরতর আহত করেছে তাদের কঠিন বিচার হওয়া দরকার।এবং যারা এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।