“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও প্রধান অতিথির উপস্থিতিতে বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশনায় এবং ১ নং বুড়ইল ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮ জানুয়ারি (বুধবার) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ও তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন কমিটির আহবায়ক হিসাবে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,উদযাপন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, ইউপি সদস্য জিয়াউর রহমান , মোছাঃ ফেরদৌসী বিবি, উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান আকন্দ,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ,সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমূখ। তারুণ্যের উৎসব -২০২৫ কর্মশালা শীর্ষক শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বক্তব্যে প্রথম হয়েছে নূনদহ ফাযিল মাদ্রাসার ফাযিল শ্রেনীর শিক্ষার্থী ইব্রাহীম আলী,দ্বিতীয় হয়েছে ধুন্দার স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নির্মলা উপমা পিউ,তৃতীয় হয়েছে বুড়ইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী নিশিতা।
উল্লেখ্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উল্লেখিত প্রতিযোগীতা ও একইসাথে মশক নিধন এবং পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন মোঃ আলমগীর হোসেন বাবু।