ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের বদরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

50
admin
আগস্ট ১, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

রানা ইসলাম  রংপুর
রংপুরের বদরগঞ্জে গলায় ওড়না পেচিয়ে আম গাছে ফাঁস দিয়ে রেজমা আক্তার রুমি(২২)নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন ওসমানপুর দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুড়ী মধ্যপাড়া পাইকার পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।মৃত গৃহবধূ একই গ্রামের বাবু হোসেন মেয়ে।
মৃত রেজমা আক্তার পরিবারের এক সদস্য জানান,১বছর আগে পারিবারিক ভাবে ভাদুড়ি এলাকায় আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয়। গত শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন রুমি।সেখানে বাবার বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া করে পরে বিষ্ণুপুরের ওসমান পুরের দলুয়া যায়।তার নানার নাম দেলোয়ার হোসেন। সেখানে ৬দিন থাকার পর গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে আমগাছে ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথে উন্তাপাড়া বাঁশঝাড় এলাকায় তার মৃত্যু হয়। পরে স্হানীয় লোকজন পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মৃত রেজমা আক্তার স্বামী আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, চারদিন আগে মায়ের সঙ্গে ঝগড়া করে নানার বাড়িতে বেড়াতে যায়।মঙ্গলবার সকালে মুঠোফোন আমার সঙ্গে কথা হয়।পরে হঠাৎ করে জানতে পারি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, গৃহবধূ আত্নহত্যা ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।