মোঃ রিপন শেখ, ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি
বিএনপির ডাকা ২৪ ঘন্টা হরতালের সুত্র ধরে রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে ভাঙ্গা উপজেলার পৌরসভার সামনে সড়কে ১টি ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও জামাতের নেতা কর্মীরা। সেখান থেকে আরো ২টি তাজা ককটেল উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
এরপাশে ঢাকা- খুলনা মহাসড়কের বিশ্বরোড এলাকা থেকে নাশকতার সন্দেহে অভিযোগে বিভিন্ন জেলার বিএনপি ও জামাতের ৩৭ নেতাকর্মী আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, ১। মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২১), পিতা-মোস্তাক গাজী, সাং-বাকঁড়া, থানা-আসাসুনি, জেলা-সাতক্ষীরা, ২ মোঃ ওসমান গনি(২৯), পিতা-গফুর আলী,সাং-চাপড়া,ইউপি-বুধহাটা,থানা-আসাসুনি,জেলা-সাতক্ষীরা, ৩| মোঃ মাসুদ রানা (২৬) , পিতা-আবুল হোসেন, সাং-চাপড়া, ইউপি-বুধহাটা, থানা-আসাসুনি, জেলা-সাতক্ষীরা, ৪| মোঃ ইয়াছিন আরাফাত (১৭), পিতা-শাহজাহান আলী, সাং-লোহকুড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ৫| মোঃ মোস্তাকিন হোসেন(১৭) পিতা-রবিউল ইসলাম, সাং-লোহকুড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ৬| রিজভী আহম্মেদ (৩৪), পিতা-আঃ রহমান, সাং-বসন্তপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ৭| ইমামুল হক (৫৪), পিতা- ইসাহাক আলী, সাং- মুরালিকাঠী, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ৮| শাহিন সরদার(২৬), পিতা-মোঃ সবুর আলী সরদার, সাং-জায়দা নগর, ইউপি-নলতা, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, ৯| মুকুল গাজী(২৮), পিতা-মোঃ আব্দুল হামিদ গাজী, সাং- সোনাতলা, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, ১০| সরোয়ার হোসেন (৫২), পিতা-আহসান সরদার, সাং-খলিলনগর, ইউপি-বৈকালী, থানা- সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, ১১| বাপ্পি(৩১), পিতা-মনসুর আলী বিশ্বাস, সাং-মাগুর আলী, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, ১২| সাইদুল ইসলাম (৪৫), পিতা-দাউদ আলী সরদার, সাং-মাগুর আলী, থানা- কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, ১৩| মোঃ ইউনুস (৩২), পিতা- ইসলাম দালাল, সাং-কলার মোড়, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ১৪| রফিকুল ইসলাম (৪২), পিতা-বাবর আলী শেখ, সাং-চারকুনি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, ১৫| মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-আড়পাড়া, থানা-শালিখা, জেলা-মাগুরা, ১৬| মোঃ সোহাগ হোসেন(৩৩), পিতা-মোঃ তুজাম, সাং-আড়পাড়া, থানা-শালিখা, জেলা-মাগুরা, ১৭ | মোঃ হাবিবুর রহমান(৩৮), পিতা-মৃত বাকা মোল্যা, সাং-আড়পাড়া, থানা-শালিখা, জেলা-মাগুরা, ১৮| মোঃ রাজ্জাক হোসেন(৪৭), পিতা-মৃত জামাত আলী বিশ্বাস, সাং-কোটভাগ,সাং-আড়পাড়া, থানা-শালিখা, জেলা-মাগুরা, ১৯| সিরাজুল ইসলাম(৪৩), পিতা-মৃত ছবেদ আলী লস্কর, সাং-বড় আমিয়ান, ইউপি-ধনেশ্বরগাতী, থানা-শালিখা, জেলা-মাগুরা, ২০| হাফিজুর (৪৮), পিতা-দুখি বিশ্বাস, সাং-চাঁদপাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ, ২১| জহির উদ্দিন(৪৫), পিতা-মকিম মন্ডল, সাং-চাঁদপাড়া, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ, ২২| মনির হুদা(৪৫), পিতা-রাজ্জাক বিশ্বাস, সাং-চাদপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ, ২৩| রবিউল ইসলাম(৪৪),পিতা-মোয়াল্লিম হোসেন, সাং-দিয়াড়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর, ২৪| শফিকুল ইসলাম(৬৫), পিতা-রজব আলী, সাং-দেয়াড়া, ইউপি-রায়পুর, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর, ২৫| শাহিনুর রহমান(৪৭), পিতা-মৃত করিম মন্ডল, সাং-চুটারহুদা, থানা-চৌগাছা, জেলা- যশোর, ২৬| হোসাইন মন্ডল(২৫), পিতা- মনিরুজ্জামান, সাং-চুটারহুদা, থানা-চৌগাছা, জেলা-যশোর, ২৭| বাবলুর রহমান বাবলু(৩৮), পিতা-নুর মোহাম্মদ, সাং-চুটারহুদা, থানা-চৌগাছা, জেলা-যশোর, ২৮| আবু শামীম বাবুল (৪৭), পিতা-আপতাব, উদ্দিন, সাং-বাদেখানপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর, ২৯| অহিদুল ইসলাম (৬৬), পিতা- শের আলী মন্ডল, সাং-নারায়নপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর, ৩০। ইসমাইল হোসেন (৩১), পিতা-গোলাম মোস্তফা,সাং-ঘুনি, ইউপি-বসুন্দিয়া,থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৩১। কামরুল মোল্লা(৪২), পিতা-ফজলুল মোল্লা,সাং-বসুন্দিয়া,থানা-কোতয়ালী,জেলা-যশোর, ৩২। জুয়েল হাসান হিরন(২৭), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং- ঝাউদিয়া,থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৩৩। শিহাব উদ্দিন(২৫), পিতা-আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাং-হৈবতপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ৩৪। রফিকুল ইসলাম(৪৭), পিতা-আব্দুর রশিদ, সাং-হোগলাডাঙ্গা (বাশগ্রাম), এ/পি সাং-টেক্সটাইল সড়ক(ইউনুসের বাড়ীর ভাড়াটিয়া), থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল’গনদেরকে যথাযথ পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) সূত্রে উল্লেখিত মামলায় গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী ১. শাহেদ আলী (৪৫) পিতা মৃত- শেখ রহম, মাতা-রওশন আরা বেগম, সাং-বাইশাখালী, ২. প্রিন্স মুন্সী (৩৫), পিতা- এস্কেন্দার মুন্সী, মাতা- ফাহিমা আক্তার, সাং- কাপুড়িয়া, ৩. নুর আলম(২৬), পিতা- জহিরুল শিকদার, সাং- শাহমুল্লুকদী, সর্ব থানা- ভাংগা, জেলা
এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, বিএনপি ঢাকা ২৪ ঘণ্টা হরতালের মধ্য দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড মোড়ে এলাকা থেকে বিএনপি জামাতের ৩৭ জন নেতা কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া পৌরসভার সামনে একটি ককটেল বিস্ফোরণ করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা।সেখান থেকে ২টি তাজা ককটেল ও সরমঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত এদের কে গ্রেপ্তার করা হবে।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, নাশকতার অভিযোগে বিভিন্ন জেলার বিএনপি জামাতের ৩৭ নেতা কর্মীকে আটক করা হয়েছে। সড়কে ১টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে বিএনপি নেতা কর্মীরা । ঘটনাস্থল থেকে ২টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।