নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলার তালমা ইউনিয়ন পরিষদের প্রার্থী মোঃ মহসিন উদ্দিন এবং তার পিতা মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর গতকাল রাত আনুমানিক ৯ টায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর পরিকল্পিত হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মোঃ মহসিন উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থীতা ঘোষনার পর থেকেই ঐ(তালমা) ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চক্রান্তে মেতে ওঠে। কোনভাবে তার প্রার্থীতা বাতিল করাতে না পেরে তার দুর্ধর্ষ গুন্ডা বাহিনীর দ্বারা বিভিন্ন সময়ে হামলা-মামলা সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
পরবর্তীতে আ’লীগের প্রার্থী কামাল হোসেন নির্বাচিত হওয়ার পর মোঃ মহসিন উদ্দিন এবং তার পিতা পরিবারসহ সবাইকে মামলা ঢুকিয়ে এবং বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে মানহানি সহ জেল-জুলুম এর শিকার করেছে।
দেশের চলমান পরিস্থিতিতেও চেয়ারম্যান মোঃ কামাল হোসেন তার সেই ভয়ংকর কালো থাবা জনগণের উপর থেকে সংকোচন করেনি বরং তার ছত্রছায়ায় গতকাল রাত আনুমানিক নয়টার দিকে মোহাম্মদ মহসিন উদ্দিন ও তার পিতা দেলোয়ার হোসেন মাতুব্বর কে লক্ষ্য করে মুসা মাতুব্বর, মেহেদি মাতুব্বর ও তার ভাগিনা ত্বহা পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে সরাসরি তাদের বুক বরাবর গুলি করে। এসময় মহসিন উদ্দিন ও দেলোয়ার মারাত্মক জখম হোন। পরে তাদের কে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এই পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করছি।”