ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

50
admin
অক্টোবর ৩০, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জের ধরে খুশিয়া বেগম (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী মো. শামীম শেখকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত শামীম এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়ার মো. আনছার আলীর ছেলে।আসামির উপস্থিতিতে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে রুপনাই গাছপাড়ার মৃত হোসেন আলী আকন্দের মেয়ে খুশিয়া বেগম ও একই থানার খুকনী ঝাউপাড়ার আনছার আলী শেখের ছেলে শামীম শেখের বিয়ে হয়।বিয়ের পর খুশিয়াকে নিয়ে খুকনী মোল্লাপাড়ার এক বাড়িতে ভাড়া থাকতেন শামীম। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন।খুশিয়ার বড় ভাই গ্যাদন আকন্দ তাকে একটি ভ্যান কিনে দেন। ২০০৯ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ওই ভ্যান বিক্রি করে আজেবাজে খরচ করে টাকা নষ্ট করেন শামীম। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী খুশিয়াকে মারধর করেন স্বামী শামীম এর জের ধরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করেন শামীম। ১২ জুলাই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই দিন গ্যাদন আকন্দ বাদী হয়ে শামীমসহ তিনজনকে আসামি করে এনায়েতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।