ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

এবার পাকিস্তানে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত

50
admin
আগস্ট ১৬, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

এবার পাকিস্তানে ছড়িয়ে পড়েছে মরণঘাতী এবং ছোঁয়াচে রোগ এমপক্স দেশটিতে এখন পর্যন্ত জন এমপক্স রোগী শনাক্ত হয়েছে এরআগে ইউরোপের দেশ সুইডেনেও একজনের শরীরে এমপক্স শনাক্ত করা হয় পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে এখনই সীমানা বন্ধ করার প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির পর এখন নতুন আতঙ্কের নাম এমপক্স। সম্প্রতি আফ্রিকার ১৩টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সবশেষ এমপক্সের রোগী শনাক্ত হলো পাকিস্তান এবং সুইডেনে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী ব্যবস্থা জারি করেছে। প্রাণঘাতী রোগটি নিয়ে আফ্রিকার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে।

শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয় তিনজনের শরীরে এমপক্স রোগ শনাক্তের তথ্য দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, তারা সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে আসার পর রোগটি শনাক্ত হয়। তবে তারা এমপক্সের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত সেটি এখনো জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পাকিস্তানের আগে বৃহস্পতিবার ইউরোপের দেশে সুইডেনে এমপক্সের রোগী শনাক্ত হয়। আফ্রিকার বাইরে এটি প্রথম শনাক্তের ঘটনা। আফ্রিকাতে আক্রান্তের পর তিনি সুইডেনে এসে শনাক্ত হয়েছেন, এমনটি জানিয়েছে সুইডিশ সরকারি স্বাস্থ্য এজেন্সি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস বলছে, রোগটি নিয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে। তবে এখনই কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া উচিৎ হবে না।

আফ্রিকার ১৩টি দেশে এমপক্স ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। চলতি বছর কঙ্গোতে ১৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ জনের। ২০২২ সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

এমপক্স রোগটি শুরুতে ফ্লুর মতো দেখা দেয়। পরে ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্য কেউ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।