ইমাম হাসান সোহান ,টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ডে ২১/০৮/২০২৪ইং বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৪টাপর্যন্ত ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়ক স্হানীয় ছাত্র জনতা অবরোধ করে রাখে । উল্লেখ্য এই মহাসড়কে বিভিন্ন যানবাহন বিশেষ করে যাত্রীবাহী বাস দানবের গতিতে ছুটে চলে।
আর এই জন্য প্রায়ই স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণীর পথযাত্রী মৃত্যুর মুখে পতিত হয় । বারবার সতর্ক করার পরও ধনবাড়ী ও মধুপুরের বাস মালিক এবং শ্রমিক সংগঠনের গাফিলতির জন্য এই সমস্ত প্রাণহানি অব্যাহত আছে । ভাইঘাট সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন এই মহাসড়কে হাজার হাজার ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণীর পথচারী যাতায়াত করে। কিছু দিন আগে বাসের ধাক্কায় ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সহ পাঁচ জন মারা যায় ।
গতকাল আবারও বাসচাপায় চেরা ভাঙ্গা ব্রীজের নিকট মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছেন। এদিকে ধনবাড়ীর কয়াপাড়া, মধুপুরের গোলাবাড়ী সহ এই মহাসড়কে প্রায়ই বাসচাপায় এবং অন্যান্য যানবাহনের অতিরিক্ত গতির জন্য প্রাণহানি ঘটেই চলেছে।
এই সব অকাল মৃত্যু বন্ধে আজ মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে একযোগে উপস্থিত হয়েছিল ভাইঘাট উচ্চ বিদ্যালয়,ভাইঘাট আইডিয়াল কলেজ, ভাইঘাট টেকনিক্যাল স্কুল,ভাইঘাট দাখিল মাদ্রাসা সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী। গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয় ।
মেহেদীকে চাপা দিয়ে মেরে ফেলা জামালপুরের মায়ের দোয়া বাস সার্ভিস এর ড্রাইভার এর ফাঁসি দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সঙ্গে নিয়ে ভাইঘাট বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি দাওয়া শুনেন ।
এসময় ভাইঘাট আইডিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম,ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, দাখিল মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিন, নিহত মেহেদীর চাচা আব্দুল সাত্তার সহ ধনবাড়ী মধুপুরের ছাত্র সমন্বয়করা ।
অবরোধকারীরা চারটি দাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পেশ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন আপনাদের সকল দাবি মেনে নেওয়া হবে।ভাইঘাট বাসস্ট্যান্ডে জেব্রাক্রসিং দেওয়া হবে । বাসের গতি সর্বনিম্ন পর্যায়ে আনা হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ বাস চালাতে পারবে না। এ ব্যাপারে ধনবাড়ী এবং মধুপুরের বাস মালিক এবং শ্রমিক সমিতির সাথে বৈঠক করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। মহাসড়ক অবরোধে অংশগ্রহণকারীরা এই সব আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন।