ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে “বালু চুরি শিরোনামে” সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

50
মুরাদ হোসেন 
নভেম্বর ১১, ২০২৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল থেকে বালু পাচার নিয়ে সংবাদ প্রচারের জেরে দৈনিক আজকের দর্পণ, কান্ট্রি টু ডে , বাংলা এফ এমের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিবচর উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।

সোমবার বেলা-১১টার দিকে উপজেলার ৭১চত্তরে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন। মানববন্ধন ও বিক্ষোভ টি শিবচর ৭১ চত্ত্বরে কর্মসূচি শেষ করে পথসভা মাধ্যমে ৭১ সড়কে প্রদক্ষিণ করে আবার ৭১ চত্ত্বরে এসে শেষ করে সাংবাদিকরা।

গনমাধ্যমকর্মীরা জানান, শিবচরে বালুখেকো মোকলেস হাওলাদারকে নিয়ে “বালু মহাল থেকে পাচার করে বালু বিক্রি” শিরোনামে একটি প্রতিবেদন করেন আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মীর ইমরানসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা।

প্রতিবেদন প্রচারের পর অভিযুক্ত মোকলেস হাওলাদার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মীর ইমরানকে হত্যার হুমকি দেয়। এসময় মোকলেস হাওলাদারকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান গনমাধ্যম কর্মীরা। বালুখেকো মোকলেসের বিরুদ্ধে সাংবাদিকের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া শিবচর থানায় একটি জিডিও করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা জার্নাল এর মাদারীপুর প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান, আরটিভির শিবচর প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি রবিউল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি রুবেল মোড়ল, দৈনিক রুপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি রবিন চৌধুরী, চ্যানেল এস এর শিবচর প্রতিনিধি নাজমুল হোসেন, জাতীয় অর্থনীতি জেলা প্রতিনিধি রাজু খান, রাজধানী টিভি প্রতিনিধি জাভেদ আহমেদ জুয়েল, আজকের বসুন্ধরা পত্রিকার সাইদুল ইসলাম শওকত, দৈনিক মুক্তখবরের খান ই আজম রুবেল,দৈনিক ঘোষণা রকিবুল হাসান রকি, দৈনিক জবাবদিহির শাহিন বিন আনিস,সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ লাভলু,চ্যানেল ২১ এর অপূর্ব চৌধুরী জয়, বাংলাদেশ সমাচারের মাসুদুর রহমান, ডেইলি পোস্টের মশিউর কাজী, মুসলিম টাইমসের উপজেলা প্রতিনিধি মোঃ তারেক হোসেন, ভোরের দর্পনের প্রতিনিধি রায়হান মিয়া, মাদারীপুর সংবাদের প্রতিনিধি রাসেল মুন্সী প্রমুখ।

এদিকে অবৈধ বালু ব্যবসায়ী বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মীর ইমরানকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এশিয়ান টেলিভিশন এর মাদারীপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, মাসুদ হোসেন খান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।