ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে টেকনোলজিস্ট শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আন্দোলন

Link Copied!

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে রংপুরের বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

সোমবার(৪ নভেম্বর) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে নিজেদের দাবি আদায়ে এ আন্দোলনে নামে টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেবা খাতের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে সরকার যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। একই সাথে ছয় দফা দাবির আশু সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি চান তারা।

মেডিকেল টেকনোলজিস্ট পড়ুয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, টেকনোলজিস্টরা সারাদেশে চিকিৎসা সেবার পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অথচ এই পেশার যথাযথ মর্যাদা, মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষকদের স্বতন্ত্র পেশাদার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাই বিপ্লব পরবর্তী সময়ে মেডিকেল টেকনোলজিস্ট এর নিয়োগ ও পদমর্যাদার বৈষম্য দূর করা না হলে আগামীতে দাবি আদায়ের কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

এদিকে প্রায় দুই ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে আন্দোলনের ফলে সড়কের দুইধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।