,এস আলম সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরে ডেন্টিস্ট্রি হিসেবে জনগণের মুখে মুখে ডাঃ এম হাকিম বাবুর নাম। তিনি অত্যন্ত যত্নের সহিত ধনী, গরীব,ও অসহায়,সকল শ্রেণী পেশার মানুষের ডেন্টিস্ট্রি সার্জন হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা দিয়ে যাচ্ছেন।
গরীবদের জন্য তিনি বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তিনি সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকেও মানুষের সেবায় নিয়োজিত। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ওয়াশীন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ডাঃ এম হাকিম বাবু
বি,ডি,এস , কোর্স অন ডেন্টাল ইমপ্লান্ট (অসটেম,এ,আই,সি) ডেন্টাল সার্জন এন্ড ডেন্টাল ইমপ্লান্টোলোজিষট ফ্যামিলি ডেন্টিস্ট্রি হিসেবে সিরাজগঞ্জ বগুড়া বাসটার্মিনালের উওর পাশের,,পদ্মা গার্ডেন,, বাসায় ২য় তলায় কর্মরত আছেন। তার এই ভালোবাসা পেয়ে শহরের পার্শ্ববর্তী গ্রাম, ইউনিয়ন, থানার লোকজন চিকিৎসা সেবা নিতে প্রতিনিয়ত তাঁর চেম্বারে ভিড় জমান। তার এই কর্মকান্ডে শহরের শুশীল সমাজের প্রতিনিধিগণ স্বাগত জানিয়েছেন।