ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

গুজরাটে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে

50
admin
আগস্ট ২৯, ২০২৪ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজ্যটির বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়িসহ সবকিছু।

গুজরাটের ত্রাণ কমিশনার অলোক পান্ডে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী নামানো হয়েছে।

এদিকে, বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে টেলিফোনে কথা বলেন এবং তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।