ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শাখা বিএনপির কার্যালয়ে উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ সকাল দশটায় কেন্দুয়া রোড চালাষে অবস্থান নিতে থাকেন। জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।
পতাকা উত্তোলনে অংশ গ্রহণ করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম,ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি , ধনবাড়ী পৌর বিএনপির সম্মানিত সভাপতি এস এম এ সোবহান , ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, যুবদল ছাত্রদলের নেতাকর্মী ,বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর সংক্ষিপ্ত ভাবে বক্তব্য প্রদান করেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় । বন্যায় আক্রান্ত মানুষের জন্যও দোয়া করা হয় ।
উল্লেখ্য এবার দেশে বন্যায় বিপর্যস্ত লোকজনের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠাবার্ষিকী পালন ব্যয় সংকোচন করে সেই অর্থ বন্যার্তদের মাঝে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই কোন ধরনের ভোজ বা বাড়তি কিছুর আয়োজন করা হয়নি।
অনুষ্ঠানের নিউজ কভারেজ করেন ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান সোহান, দৈনিক তালাশ টাইমস এর সাংবাদিক রুবেল আহমেদ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
Leave a Reply