নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার হত্যা মামলার আসামী তুষার কান্তি মন্ডলকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব।
বিগত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে রংপুর মহানগরীতে বেশ কিছু জায়গায় সংঘর্ষে বেশ কিছু মানুষের হতাহতের ঘটনা ঘটে, এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে তুষার কান্তি মন্ডলসহ অন্যান্যদের বিরুদ্ধে রংপুর মহানগরীর বিভিন্ন থানায় সর্বমোট চারটি মামলার রুজু হয়।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৩ ও র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর বিকাল অনুমান ০৪.৩০ মিনিটে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তার এক আত্নীয়র বাসায় আত্নগোপনরত অবস্থায় আসামী তুষার কান্তি মন্ডল (৫৯), পিতা- দীন দয়াল মন্ডল, থানা- কোতয়ালী, রংপুর মহানগরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।