ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতার গুদামে মিলল সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল-সিগারেট

50
admin
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদামে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী।

রাতে গোপন সংবাদে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. এরশাদূর রহমানের গুদাম ঘর থেকে চোরাচালানের এসব মালামাল জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ। এরশাদূর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে— ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে। এরশাদুর রহমানের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ। তিনি বলেন, ঘটনাটি আমরাও শুনেছি।

ছাত্রদলের কোনো নেতা কিংবা কর্মী কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ জানান, জব্দ করা মালামাল নেত্রকোনা ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।