ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

50
admin
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ, স্টাফ রিপোর্টার

ভোলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নে অস্ত্রসহ ২ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলাধীন আবওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট সাব্বির (অপারেশন অফিসার) ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটককৃত ২জন সন্ত্রাসী হলেন, মো. নাসির উদ্দীন নান্নু চেয়ারম্যান, তার ছেলে মো.আরিফ হোসেন।

ব্রিফিং এ সাব্বির জানান, আটককৃত ২ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি। সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিনগত রাতে আগ্নে অস্ত্রসহ তাদেরকে আটক করে। আগ্নে অস্ত্র ২, দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা ৫ , দা ৪, ,শাবল ১ এবং দুটি মোবাইল।

এদিকে একই দিন বিকেলে নৌবাহিনী পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে জানায়, জেলার দৌলতখান উপজেলার ঘুইংগার হাট এলাকা থেকে চাঁন মিয়া নামের এক মাদক কারবারিকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।