মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পিকাপ ভ্যান থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার,এসময় ০২জন কে আটক করে গোয়েন্দা পুলিশ। রবিবার (২২ সেপ্টম্বর)লালমনিরহাট জেলার কালিগন্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রংপুর লালমনিরহাট সড়কের রুদ্রেশ্বর এলাকায়
মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়,এ সময় সন্দেহ ভাজন একটি পিকাপ ভ্যান তল্লাশী করে ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়,এ সময় মাদক চোরাচালানে নিয়োজিত পিকাপ চালক ও হেল্পার কে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক ১০০ বোতল ফেন্সিডিল,একটি নীল রংয়ের পিকাপ ভ্যান যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্র ন ১৫-৯৮৪৩ জব্দ এবং আটক ২ জন কে আসামী করে কালীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।আসামীরা হলেন ১|ইয়ানুছ মিয়া, পিতাঃআবু সিদ্দিক সাং গোবিন্দপুর,থানাঃসোনারগাঁ জেলাঃনারায়ণগঞ্জ
২|রাজু খলিফা পিতাঃমৃত আজিম খলিফা,সাং মীরেরটেক,থানাঃসোনারগাঁ জেলাঃনারায়নগঞ্জ।
লালমনিরহাট জেলার নবাগত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান,লালমনিরহাট জেলা কে মাদক মুক্ত করতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে,জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ ২জন কে হাতেনাতে আটক করে,এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি নীল রংয়ের পিকাপ জব্দ করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।