ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ে পড়া শিক্ষার্থী রোধে কাজ করছে আশা শিক্ষা কর্মসূচি

50
admin
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বুলবুল ইসলাম, খানসামা -দিনাজপুর

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলার সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল ঝড়ে পড়া রোধে ১৫ টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকাদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকেরহাট-২ ব্রাঞ্চ হলরুমে এ প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর (বীরগঞ্জ) রানীরবন্দর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল কুদ্দুস। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পঙ্কজ রায়। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা সুপারভাইজার হারুন অর রশিদ, পাকেরহাট-২ ব্রাঞ্চ ম্যানেজার শামীমা আক্তার ও সহকারী ম্যানেজার হাশিম উদ্দিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আশা-সংস্থা কর্তৃক গৃহিত ও চলমান কর্মসূচী যথাযথভাবে করতে পারলে সুবিধা বঞ্চিত ও ঝড়েপড়া শিশুরা শিক্ষায় এগিয়ে যেতে পারবে এবং সরকারের কাংক্ষিত উন্নয়ন সম্ভব হবে। ঝড়ে পড়া শিশুদের শিক্ষার ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের পাশিপাশি বেসরকারী সংস্থাও বিশেষ ভূমিকা পালন করছে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে। তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’র মোট ব্রাঞ্চ ১০৫০, শিক্ষা সুপারভাইজার ১০৫০, শিক্ষা সেবিকা ১৫৬১২, শিক্ষা কেন্দ্র ১৫৬১২, শিক্ষার্থী ৪,৮৫,৬২৬ জন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।