নিজস্ব প্রতিবেদক
চলমান রোহিঙ্গা সংকট ও বৈশ্বিক অভিবাসন সমস্যা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধধবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পৃথক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। তারা রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
এছাড়া তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে আইওএম মহাপরিচালক অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।