তানভির হোসেন রাজু,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার ধরলা,দুধকুমর ও ব্রম্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রংপুর জেলার কাউনিয়া রেল সেতু পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার ৩৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া,বজরা,থেতরাই,গুনাইগাছ এবং চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের আংশিক অংশ প্লাবিত হয়েছে।
এসব ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের প্রায় ৩ শতাধিক পরিবার,গ্রামীন কাচা সড়কসহ ১৫৯হেক্টর জমির রোপা আমন এবং মৌসুমী ফসলের ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে।
স্হানিয় পানি উন্নয়ন বোর্ড বিভাগ সূত্রে জানা যায়,ধরলা,ব্রম্মপুত্র ও দুধকুমর নদের পানি বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সম্ভাবনা রয়েছে বলে জানান,কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।