আলফাত হোসেনে সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রথমদিন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে মশার লার্ভা নষ্ট করা হয়।
এসময় পৌর প্রশাসক বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। বদ্ধ স্থানে পানি জমে থাকার বিষয়টি সমাধানের সাথে সাথে গৃহস্থলীর পার্শ্ববর্তী ড্রেন ও জলাকার ছাড়াও বাড়ির পার্শ্ববর্তী বাগান পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পৌরসভা গঠনে তিনি সকল নাগরিকের আন্তরিক সহায়তা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, সাংবাদিক উৎপল মন্ডল, ডা. আবু কওছার প্রমুখ।