পটুয়াখালীর বাউফলে দিনেদুপুরে চোখের পলকেই বাড়ির সামনে থেকে বেঁধে রাখা পোষা একটি লালচে রঙের ছাগল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৫ই ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার সময় উপজেলার কনকদিয়া ইউনিয়ন (৯নং ওয়ার্ড) কনকদিয়া গ্রামের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হারুন মুন্সি জানান, রবিবার বেলা আনুমানিক সাড়ে তিনটার সময় বাড়ির সামনের পাকা রাস্তায় অচেনা ৪/৫ জনের একটা অটো গাড়ি থামায় এবং অচেনা দু’জন লোক গাড়ি থেকে নেমে রাস্তার একটু পূর্ব পাশে ঘাসে বেঁধে রাখা পোষা ছাগলটি তুলে নিয়ে যায়।কিন্তু, ঘটনাটি বুঝে উঠার আগেই অটো গাড়িটি চলে যায়।বাড়িতে লোকজন না থাকায় তখনও আমরা বুঝতে পারিনি।পরে অনেক খোঁজা খুঁজি করেও ছাগলটি উদ্ধার করতে পারিনি। ছাগলটির গাঁয়ের রঙ লালচে রঙের। বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮/১০ হাজার টাকা হবে।
স্থানীরা জানায়, দিনেদুপুরে এমন ঘটনায় আমরা বিচলিত, আতঙ্কিত। এমন ঘটনা আমাদের এলাকায় আর কখনোই ঘটে নাই। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যাতে এ ধরনের ঘটনা আর যেন না হয়।