ওসমান গনি, মুন্সিগঞ্জে জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে ময়নাতদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। এ সময় মরদেহ উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
গত ৩ অক্টোবর মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সোমবার সজলের মরদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। সজল মোল্লা মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ অগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে গিয়ে সহিংসতায় নিহত হন তিনি। সেদিন রাতেই তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।