ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে শাক-সবজির চড়া মূল্যে কৃষকের মুখে হাসি 

50
admin
নভেম্বর ৫, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ ইমাম হাসান (সোহান), ধনবাড়ী, টাঙ্গাইল

বেশ কিছুদিন যাবত শাক-সবজির মূল্য চড়া থাকায় কৃষকের গ্রাম বলে খ্যাত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দির মানুষের মুখে হাসি লেগেই আছে । মুশুদ্দিতে প্রায় সকল ধরনের শাক-সবজির বাম্পার ফলন হয় সারাবছরই । লাউ ,করল্লা , শসা , খিরা ,চালকুমড়া , মিষ্টিকুমড়া ,ঢেড়স , বরবটি , কচুর লতি , মুখী , পটল , কাঁকরোল , কাঁচামরিচ ,ফুলকপি ,পাতাকপি , শিম, মুলা,গাজর সহ সকল শাক-সবজি কৃষকেরা চাষ করেন ।

বেশীরভাগ ক্ষেত্রেই মূল্য কম থাকায় এখানকার কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারেন না । অথচ শাক-সবজি চাষ না করে ঘরে বসে থাকতেও পারেন না । এই এলাকার কৃষকরা চাষাবাদকে পেশার সাথে নেশা হিসেবেও বেছে নিয়েছেন । তাই বারবার ক্ষতির সম্মুখীন হয়েও শাক-সবজি চাষ বন্ধ করতে পারেন না । কিন্তু এবার পরিস্থিতি কৃষকের অনুকূলে । পর্যাপ্ত ফলনের পাশাপাশি শাক-সবজির মূল্য অনেক দিন যাবৎ চড়া থাকায় কৃষকের মুখে হাসি যেন সরছেই না । পেঁপে ছাড়া সব ধরনের সবজি ৪০/৫০ টাকায় পাইকারি বিক্রি করতে পারছেন । আর কেউ যদি খুচরা বিক্রি করে তবুও ৬০/৭০ টাকা করে পাচ্ছেন প্রতি কেজি সবজির মূল্য । পাটশাক , কলমিশাক , লালশাক , মুলাশাক আর ডাটা বিক্রি করেও কৃষকেরা হাজার হাজার  টাকা ঘরে তুলতে পেরেছেন । সবজি চাষী ফরহাদ বলেন এই অবস্থা আর কিছুদিন থাকলে ভালো হতো কিন্তু শীতের সবজি চলে আসার সময় হয়েছে । শীতকালে সবজির দাম কিছুটা কম থাকে । তারপরও এবার যে মূল্য কৃষক পেয়েছে তা নিকট অতীতে আর পায়নি। সবমিলিয়ে মুশুদ্দির কৃষকেরা ভালো আছে ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।