মোহাম্মদ ইমাম হাসান (সোহান), ধনবাড়ী, টাঙ্গাইল
বেশ কিছুদিন যাবত শাক-সবজির মূল্য চড়া থাকায় কৃষকের গ্রাম বলে খ্যাত টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দির মানুষের মুখে হাসি লেগেই আছে । মুশুদ্দিতে প্রায় সকল ধরনের শাক-সবজির বাম্পার ফলন হয় সারাবছরই । লাউ ,করল্লা , শসা , খিরা ,চালকুমড়া , মিষ্টিকুমড়া ,ঢেড়স , বরবটি , কচুর লতি , মুখী , পটল , কাঁকরোল , কাঁচামরিচ ,ফুলকপি ,পাতাকপি , শিম, মুলা,গাজর সহ সকল শাক-সবজি কৃষকেরা চাষ করেন ।
বেশীরভাগ ক্ষেত্রেই মূল্য কম থাকায় এখানকার কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারেন না । অথচ শাক-সবজি চাষ না করে ঘরে বসে থাকতেও পারেন না । এই এলাকার কৃষকরা চাষাবাদকে পেশার সাথে নেশা হিসেবেও বেছে নিয়েছেন । তাই বারবার ক্ষতির সম্মুখীন হয়েও শাক-সবজি চাষ বন্ধ করতে পারেন না । কিন্তু এবার পরিস্থিতি কৃষকের অনুকূলে । পর্যাপ্ত ফলনের পাশাপাশি শাক-সবজির মূল্য অনেক দিন যাবৎ চড়া থাকায় কৃষকের মুখে হাসি যেন সরছেই না । পেঁপে ছাড়া সব ধরনের সবজি ৪০/৫০ টাকায় পাইকারি বিক্রি করতে পারছেন । আর কেউ যদি খুচরা বিক্রি করে তবুও ৬০/৭০ টাকা করে পাচ্ছেন প্রতি কেজি সবজির মূল্য । পাটশাক , কলমিশাক , লালশাক , মুলাশাক আর ডাটা বিক্রি করেও কৃষকেরা হাজার হাজার টাকা ঘরে তুলতে পেরেছেন । সবজি চাষী ফরহাদ বলেন এই অবস্থা আর কিছুদিন থাকলে ভালো হতো কিন্তু শীতের সবজি চলে আসার সময় হয়েছে । শীতকালে সবজির দাম কিছুটা কম থাকে । তারপরও এবার যে মূল্য কৃষক পেয়েছে তা নিকট অতীতে আর পায়নি। সবমিলিয়ে মুশুদ্দির কৃষকেরা ভালো আছে ।