ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় ধান কাটা নিয়ে বাড়ি ঘরে হামলা, হত্যার হুমকি 

50
মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরের সালথা উপজেলার বল্লবদী  ইউনিয়নের বিষ্ণুনদী গ্রামে হাজী মোঃ সিদ্দিকুর রহমান শেখ এর নিজের জমি থেকে ধান কাটা নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের রকন শেখের ছেলে পান্নু শেখ গং হাজী মোঃ সিদ্দিকুর রহমান এর ভাইগ্না আনিছুর রহমান এর বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে এবং আনিছুর রহমান এর স্ত্রী মাবিয়া বেগম এর গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় বলে জানান।

বিষ্ণুনদী গ্রামের মৃত আলেম শেখ এর ছেলে  হাজী মোঃ সিদ্দিক শেখ ৬৪ নং বিষ্ণুনদী মৌজার ৫৫০, ৬৪১,৫৯৪ নং খতিয়ানের দাগ নং ১২৩২,১২৩৩,১২৩৪,১২৩৫,১২৩৮,১২৩৯,১২৪০,১২৪১ মোট ১ একর ৭৮ শতাংশ জমির মধ্যে ৭০. ৫০ শতাংশ জমি ডিগ্রি মূলে মালিক।

হাজী মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আমার পৈতৃক সম্পত্তি ভুলবশত প্রতিপক্ষের  এলাচি শেখ ও রকন শেখ এর নামে বি, এস রেকর্ড হয়। রেকর্ড সংশোধনের জন্য

আমি বাদী হয়ে ১৯৯৭ সালে দেওয়ানী আদালত মুনসেফ কোর্টে মামলা করি।২০০৫ সালে আদালত থেকে ডিগ্রি প্রাপ্ত হই। এছাড়া ১৭ বছর ধরে জমিতে চাষাবাদ করে আসছি। পতিপক্ষ পান্নু শেখ,খলিল শেখ,গফফার শেখ,সবুজ শেখ,ফজলু শেখ গং কয়েকবার জমি থেকে পাট,ধান কেটে নিয়ে যায়।থানা পুলিশের সহযোগীতায় মিমাংসা হলেও গত শনিবার আমার জমি থেকে ধান কেটে বাড়িতে আনায় পতি পক্ষরা আমার ভাগ্নের বাড়িতে হামলা চালায় এবং তাদের মারপিট করে গলার স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে যায়।  প্রতিপক্ষ গংরা  দেড় যুগ ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।এখন আমি সহ আমার লোকজন তাদের ভয়ে আতংকে রয়েছি।

এবিষয়ে প্রতিপক্ষের  বাড়িতে গিয়ে তাদের না পাওয়ায় পান্নু শেখের মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি বলেন আমরা জমির জোতের মালিক হাজী মোঃ সিদ্দিকুর রহমান তারা জমির মালিক না।

আনিছুর রহমান বলেন, বাড়িঘরে হামলা মারপিট করায় প্রতিপক্ষ গংদের নামে মামলা করবো।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।