ফরিদপুরের ভাঙ্গায় ঘাস মারা বিষ খেয়ে শানু মাতুব্বর (৫৫) নামক এক ব্যক্তি মারা গেছেন। বুধবার( ৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শানু মাতুব্বর ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামের গহুর মাতুব্বরের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা থানা সুত্রে জানা গেছে, শানু মাতুব্বর মঙ্গলবার( ৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির বসত ঘরে ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী অসুস্থ অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৮টায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য বিবিরকান্দা গ্রামের বাসিন্দা ইদ্রিস মাতুব্বার জানান,শানু মাতুব্বর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মানসিক অশান্তিতে ছিল।মান অভিমান করে ঘাস মারা ঔষধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন । ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান জানান, মৃত ব্যক্তির মানসিক সমস্যার কথা জানতে পেরেছি । লাশ পোস্টমর্টেমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।