ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা গায়েবী মামলা দিয়ে হয়রানি

50
বুলবুল ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট ঘটনায় হওয়া মামলায় কাউকে গ্রেফতার অথবা হয়রানি করা যাবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। এছাড়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে উল্টো চিত্র দিনাজপুরের চিরিরবন্দরে।

গত ৪ আগস্ট ঘিরে চিরিরবন্দর থানায় দুলাল আসাদুজ্জামান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তারা অনেকেই জানেন না এছাড়াও মামলার বিবরণ অনুযায়ী এ রকম কোন ঘটনায় ঘটেনি ওই ঘটনাস্থলে।

সরেজমিনে সোমবার (২ ডিসেম্বর) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গার্মেন্টস বাজার এলাকায় দোকানদার ও সাধারণ জনগণের কাছে জানতে চাইলে, তারা জানান এ ধরণের কোন ঘটেনি। গার্মেন্টস বাজারের স্থানীয় সার ও বীজ ব্যবসায়ী নাজমুল বলেন, পোড়ানো তো দূরের কথা। এই বাজারে কোন বিএনপির অফিস ছিল না বা এখনো নেই।

এছাড়াও কোন দোকান পোড়ানোর ঘটনাও ঘটেনি। আরেক সার ও বীজ ব্যবসায়ী আবু তাহের বলেন, ৪ আগস্ট কেন, তার আগেও কোন পার্টি অফিস ছিল না। এ ধরনের কোন ঘটনা ঘটেনি। স্থানীয় কৃষক আশরাফ আলী বলেন, ‘বাহে আমাগোর বাপ দাদারাও ককটেল দেহে নাই। আর এই বাজারে ঘটবো এই ঘটনা, কেও বিশ্বাস করবো। বাপুরে এইলা সব মিছা কথা।’ এর আগে এ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামলার ৬ জন সাক্ষী।

সংবাদ সম্মেলন তারা বলেন, মিথ্যা, যড়যন্ত্রমুলক ও অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। দুলাল আসাদুজ্জামান চৌধুরী বাদী হয়ে ডাহা মিথ্যা, উদ্দেশ্যমূলক, অর্থ আদায়ের অসৎ উদ্দেশ্যে চিরিরবন্দর, খানসামা, কোতোয়ালি, পার্বতীপুরসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিগণকে ১৮৩ জন আসামি করে একটা মামলা করেন। আমাদের স্বাক্ষী হিসাবে উল্লেখ করেছেন। এজাহারে বর্ণিত ঘটনা সম্পর্কে আমরা কিছু জানিনা বা দেখি নাই বা এরকম কোনো ঘটনা সি,কে সুয়েটার গার্মেন্টস সংলগ্ন স্থানে কোনো ঘটনা এবং অস্থায়ী বিএনপির অফিস ছিল না কিংবা বর্তমানেও নেই।

সেখানে বিএনপির অস্থায়ী অফিস পোড়ানোর বা তৎসংলগ্ন দোকান পাঠ পুড়িয়ে যাওয়ার কোন ঘটনা ঘটে নাই। তারা আরো বলেন, সম্পূর্ণ ব্যক্তিস্বার্থ এবং মামলা বাণিজ্যের উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো এই মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করেছেন। যেখানে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাদের কোনরকম সম্পৃক্ততা নাই। দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং আমাদের ব্যক্তি ইমেজ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে স্বাক্ষীগণের অজান্তে উক্ত মিথ্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আমাদের নাম দিয়েছে।

আউলিয়াপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের কাছে জানতে চাইলে। তিনি বলেন, ওই রকমভাবে কোন পার্টি অফিস দেখিনি। ওই রকম কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি। এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক বলেন, মামলাটি তদন্তাধীন আছে। যদি সত্য হয় সত্য, মিথ্যা হলে মিথ্যা। আমরা তদন্ত শেষে সঠিকটা বলতে পারবো।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।