জামালপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা ডিসেম্বর ২০২৪ইং রোজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের মিনি হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাছিনা বেগম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা (সার্বিক) ইফতেখার ইউনুস। সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী পরিচালক, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা, মনিরাজপুর, জামালপুর।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবু বক্কর সিদ্দিক, নির্বাহী পরিচালক এডভান্সমেন্ট সোসাইটি ঝাউগড়া জামালপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম, বেলায়েত হোসেন নির্বাহী পরিচালক, উদয়ন মহিলা সমিতি ভাবকি মেলান্দহ, মোঃ রাসেল মিয়া তরঙ্গ মহিলা কল্যান সংস্থা, মতিউর রহমান, নির্বাহী পরিচালক লিগ্যাল হাউস হোল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সরিষাবাড়ি, জামালপুর, মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী পরিচালক, পল্লী দরিদ্র কল্যান সংস্থা, ৃমেলান্দহ জামালপুর, আঞ্জুমান আরা বেগম, নির্বাহী পরিচালক, প্রবাহ সেবা সংস্থা, জামালপুর, মোঃ এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাব, জামালপুর, আহসান হাবীব সুমন, দপ্তর সম্পাদক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই প্রেসক্লাব, জামালপুর। অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন মোঃ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, গেইটপাড়, জামালপুর। আয়োজনে : জামালপুর জেলা বিএনএফএর কর্মরত সকল সহযোগি সংস্থা।