জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। এই সময়ে দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান ও পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুমের উষ্ণতার পরশ পেল ৫০০ অসহায় ও গরীব মানুষ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাসায় এ কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তার ভাই হুমায়ুন কবির, ইউপি সদস্য আশরাফুল আলম। এস.আই মো. কাইয়ুম বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার এই কাজ যারা সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। সমাজের প্রতিটি মানুষের উচিত সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
সবার প্রচেষ্টাতেই বাংলাদেশ দ্রুত সময়ে রুপ নিবে আধুনিক, উন্নত ও সুখী-সমৃদ্ধ। উল্লেখ্য, এর আগেও এই পুলিশ কর্মকর্তা মানবিক ও সামাজিক কাজে সরব ছিল। যা প্রশংসা ও সুনাম কুড়িয়েছে এলাকাজুড়ে। ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় শীতার্তদের কম্বল বিতরণ করছেন এস.আই কাইয়ুম।